নিজস্ব প্রতিবেদক: ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ১৩তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করা হয়েছে ইন্সটিটিউটের নতুন উদ্যোগ ব্রাইট স্কিলস-ডটকম এর।
আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে (১ জানুয়ারি) এই অনলাইন লার্নিং প্লাটফর্মের পথ চলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
প্রযুক্তি নির্ভর গতিশীল বিশ্বে দক্ষতার অভাবে চাকরির বাজারে কেউ যেন পিছিয়ে না পড়ে সে লক্ষ্যকে সামনে রেখে এবং দেশের তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ব্রাইট স্কিলস-ডটকম এর যাত্রা শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাইট স্কিলস-ডটকম এর ব্যবস্থাপনা পরিচালক এবং ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স এর ২০২২ বর্ষের সভাপতি প্রফেসর ড. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও প্রফেসর মাসুদ এ. খান।
ব্রাইট স্কিলস-ডটকম বাংলাদেশের অন্যতম সেরা ই-লার্নিং স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এতে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কোর্স ইন্ডাস্ট্রির দক্ষ ইন্সট্রাক্টর দ্বারা প্রণয়ন করা হয়। অভিজ্ঞ মেন্টর, আধুনিক কোর্স কারিকুলাম, মানসম্পন্ন প্রশিক্ষণ প্রভৃতি কারণে এ প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে। জব মার্কেটের চাহিদা বিবেচনা করে ব্রাইট স্কিলস-ডটকম এর প্রতিটি রেকর্ডেড কোর্স প্রণয়ন করা হয়। দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশ থেকে বেকারত্ব দূরীকরণ এবং বৈশ্বিক মানবসম্পদ তৈরিতে ব্রাইট স্কিলস-ডটকম প্রতিশ্রুতিবদ্ধ।
এমআই