বিনোদন ডেস্ক: পাঠক ও দর্শক-শ্রোতাদের নির্মল বিনোদন দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করল বিনোদনভিত্তিক দ্বি-ভাষিক ওয়েবসাইট ‘জোকবক্স’। জোক্স পোর্টালের মাধ্যমে সুস্থ ধারার বিনোদনের একটি নতুন প্লাটফর্ম পাবেন দেশ-বিদেশের পাঠকরা- এমনটাই প্রত্যাশা কর্তৃপক্ষের।
রাজধানীর মিরপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইলিয়াস সানি, কবি, ভ্রামণিক ও সাংবাদিক মাহমুদ হাফিজ, লেখক ও নির্মাতা খায়রুল বাবুই, প্রাবন্ধিক ও শিক্ষক কামরুল হাসান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অ্যানিমেটর ইমরান মোল্লা, কার্টুনিস্ট আবু হাসান, কন্টেন্ট ক্রিয়েটর এমদাদুল হক হৃদয় এবং জোকবক্সের ভারপ্রাপ্ত সিইও হাসিনা মুক্তা।
উদ্বোধনকালে অতিথিবৃন্দ বলেন, অতিমারী ছাড়াও জীবনের নানা জটিলতায় মানুষের জীবন থেকে হাস্যকৌতুক হারিয়ে যাচ্ছে। অথচ জীবনকে চাপমুক্ত রেখে স্বাচ্ছন্দ্য জীবনযাপনের জন্য চাই নির্মল আনন্দ বিনোদন। এক্ষেত্রে রম্য, কৌতুকের বিকল্প নেই।
‘জোকবক্স’পোর্টালের ভারপ্রাপ্ত সিইও হাসিনা মুক্তা বলেন, আমাদের জীবনকে চাপমুক্ত রাখতে হাস্যবিনোদনের বিকল্প নেই। সবাইকে নির্মল আনন্দ দিতে এই পোর্টাল চালু করা হলো। এতে অডিও, ভিডিও এবং লেখার আকারে জোকস, রঙ্গরস থাকবে।
তিনি বলেন, বাংলা ও ইংরেজি ভার্সনে প্রকাশিত হচ্ছে জোকবক্স। পাঠক-দর্শকদের কথা চিন্তা করেই এর কন্টেন্ট সাজানো হচ্ছে। এখানে থাকছে শিশুতোষ, ফান, অ্যাডাল্ট, অডিও, ভিডিও, গেমস এবং জোক্স ক্লাব। এছাড়া থাকছে ঈশপের গল্প, রূপকথার গল্প, ধাঁধা, গোপাল ভাঁড়-হোজ্জা এবং বীরবলের কৌতুক ইত্যাদি।
তিনি বলেন, দশ জনের ক্রিয়েটিভ টিম পোর্টালটিতে কাজ করছেন। উদ্বোধনের কিছুদিনের মধ্যেই এটি পূর্ণাঙ্গ রূপ পাবে বলে প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন ধরনের জোক্স পরিবেশন করে উদ্বোধনী আয়োজনকে মাতিয়ে রাখেন। ছিলো সাংস্কৃতিক আয়োজন। দশ জনের একটি ক্রিয়েটিভ টিম এ পোর্টালটিতে কাজ করছেন। উদ্বোধনের অল্প কিছু দিনের মধ্যেই পোর্টালটি এর পূর্ণাঙ্গ রূপ পাবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। পাঠকরা জোকবক্সে প্রবেশ করতে পারবেন- www.jokeboxlive.com- এই ঠিকানায়।
সময় জার্নাল/এলআর