ডাঃ নুসরাত সুলতানা :
অমিক্রন নিয়ে সুসংবাদ (আপাতত)-
১. এটি ফুসফুসের কোষকে তেমন সক্রিয়ভাবে আক্রমন করতে পারেনা। ফলে এর আক্রমনে মৃদু উপসর্গযুক্ত বা উপসর্গহীন কোভিড-১৯ হতে পারে।
২. ভ্যাক্সিনেশন বা ন্যাচারাল ইনফেকশনের ফলে সৃষ্ট T cell immunity অমিক্রনের বিরুদ্ধে ৮০-৮৫% কার্যকর।
দুঃসংবাদঃ
১. ডেল্টা ও ওমিক্রন একইসাথে একই মানুষের দেহে অনুপ্রবেশ করে পারস্পরিক জীন অদলবদলের মাধ্যমে ডেলমিক্রনের জন্ম দিতে পারে যেটি যেমন সংক্রামক, তেমন মারাত্মক।
মুম্বাইয়ে জেনোমিক সিকুয়েন্সিং এ এক তৃতীয়াংশ ক্ষেত্রে অমিক্রন পাওয়া গেছে।
সীমান্তগুলো সঠিকভাবে নিয়ন্ত্রন করা না গেলে বাংলাদেশে তৃতীয় ওয়েভ ঠেকানো কঠিন হয়ে পড়বে।
মনে রাখবেন, এবারে শিশুরা সবচেয়ে বেশী vulnarable.
২য় ওয়েভ থেকে আমাদের শিক্ষা নিতে হবে৷ Reactive না হয়ে Proactive হতে হবে।
দয়া করে সঠিক নিয়মে মাস্ক পরুন।
অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলুন
লেখক : ডাঃ নুসরাত সুলতানা
সহকারী অধ্যাপক
ভাইরোলজী বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ