ইসাহাক আলী, নাটোর : কনকনে ঠান্ডা উপেক্ষা করে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলার ১১টি ইউনিয়নের নাজিরপুর ইউনিয়নের সবকটি কেন্দ্রে ভোট গ্রহন চলছে ইভিএমএ। নির্বাচনে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে।
সকাল ৮ টা থেকে এক যোগে ১১৭টি কেন্দ্রের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে শুরু করেছেন। ভোট গ্রহনের শুরুতেই কেন্দ্রে কেন্দ্রে মহিলাদের উপস্থিতিই ছিল বেশী। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকায় বিজিবি, র্যাব ও পুলিশ স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।
নলডাঙ্গা উপজেলার ৫টি ইউনিয়নের ৫২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ১লাখ ৯৭৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৯৮ জন এবং মলিা ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন। ৫টি উইনয়নে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারণ সদস্য পদে ২২১ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে গুরুদাসপুর উপজেলার ৬টি ইউনিয়নের ৬৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৫শ ৪১ জন ও নারী ভোটার সংখ্যা ৭০ হাজার ৫শ ৪২ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭ জন, সাধারণ সদস্য পদে ২৩৬ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সময় জার্নাল/এসএ