সময় জার্নাল প্রতিবেদক : পঞ্চম ধাপের ৭০৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
পঞ্চম ধাপে ভোটের নির্বাচনি এলাকাগুলোয় উত্তেজনা, সংঘর্ষ ও সহিংসতার শঙ্কায় ২৬ জেলার ৪৪ উপজেলায় এরই মধ্যে অতিরিক্ত বিজিবি মোতায়েন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া ৪৮ জেলার ৯৬ উপজেলার প্রতিটিতেই রয়েছে বিজিবি, র্যাব ও পুলিশ। কোথাও কোথাও কোস্টগার্ডের সদস্যেরাও রয়েছেন।
ভোট নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে সব নির্বাচনি এলাকায়। অনেক স্থানের সাধারণ ভোটারেরা ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। অপরদিকে, নির্বাচন কমিশন বলছে, তারা কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।
সময় জার্নাল/এসএ