মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আঞ্চলিক সংগঠন নেত্রকোনা স্টুডেন্ট'স এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সংগঠনের সদ্য সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক দীপ্র চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬৪ সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী সাদ ইবনে সাঈদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আইসিটি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী সজিব সরকার।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মাহিম মোহাম্মদ সেজান (সিএসই-১১ তম), শেখ ইমরান আল আমিন (নৃবিজ্ঞান-১১ তম), মোঃ হাবিবুর রহমান (নৃবিজ্ঞান-১১ তম) সহ আরো অনেকে ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিত সরকার (সাংবাদিকতা-১২), মাহফুজ আলম (লোক প্রসাশন-১২), রাজু আহমেদ (প্রত্নতত্ব-১২), শাকিল আহমেদ (লোক প্রসাশন-১২)।
এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন রনি মন্ডল (সাংবাদিকতা-১৩), জয় (ব্যাবস্থাপনা -১৩) জাওয়াদ (অর্থনীতি -১৩), অর্থ সম্পাদক সুমন মিয়া ,দপ্তর সম্পাদক সোহাগ আহমেদ, ক্রিড়া সম্পাদক নাজমুল হুদা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক সাজিয়া আফরিন সিনথিয়া ও সৃষ্টি সহ আরো অনেকে।
উল্লেখ্য, নতুন এই কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর তাদের দায়িত্ব পালন করবেন।
সময় জার্নাল/এলআর