মো. মাইদুল ইসলাম: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিঠা উৎসব ও পৌষ মেলা ২০২২।
শিক্ষক পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কলেজ মাঠে এই উৎসব অনুষ্ঠিত হবে।
কলেজের বিভাগসমূহ একক অথবা কোন বিভাগ চাইলে যুগ্মভাবে এই উৎসবে অংশগ্রহণ করতে পারবে। বিভাগের অনুমতিক্রমে শিক্ষার্থীরাও বিভাগের সাথে অংশ নিতে পারবে। উৎসবে অংশগ্রহণকারী স্টলসমূহের মধ্যে সেরা তিনটি স্টলকে আগামী সাধারণ সভায় পুরষ্কৃত করা হবে।
এ বিষয়ে শিক্ষক পরিষদের সাহিত্য সাংস্কৃতিক ও ক্রিয়া বিষায়ক সম্পাদক গনিত বিভাগের প্রভাষক শেখ নাজিয়া জাহান বলেন, শিক্ষক পরিষদের উদ্যোগে তিতুমীর কলেজে এই প্রথম পিঠা উৎসব হতে যাচ্ছে। ১৩ জানুয়ারি সকাল ১১ টায় শুরু হবে এই উৎসব। আমরা সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী মিলে দিনটি উপভোগ করবো ইনশাআল্লাহ্।
এমাই