মকবুল, গজারিয়া প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা গুয়াগাছিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বসুরচর গ্রামের মাদক ব্যবসায়ী মুকুল, মোরশেদ ফকির ,বাদশা, রাকিব গং আতঙ্কে গ্রামের নারী-পুরুষ, স্কুলপড়ুয়া কোমলমতি শিক্ষার্থী, বসুরচর পাচগাও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ। মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের প্রতিবাদ কালীর উপর হয় অতর্কিত হামলা, বাড়িঘর ভাঙচুর সহ ঘটে অনাকাঙ্খিত ঘটনা।
শুক্রবার ৭ জানুয়ারি সন্ধ্যায় বসুরচর গ্রামের বাদশা, মোরশেদ ফকির ,মুকুল গং নেতৃত্বে মুক্তিযোদ্ধা পরিবার মফিজ মিয়ার বাড়ি, রাসেল আহমেদ , হরযত বেপারির বাড়ি সহ ৪ বাড়িতে ভাঙচুর চালিয়ে ৫ জন কে আহত করেছে অভিযুক্ত মাদক চক্রটি।
আহতরা হলেন গুয়াগাছিয়া বসুরচর গ্রামের আবদুল মালেকের স্ত্রী খাদিজা বেগম, ছেলে রাসেল আহমেদ, নাইম আহমেদ, বাতেন বেপারীর ছেলে সালাউদ্দিন, হযরত আলীর স্ত্রী সহ ৫ জন ।আহতদের মধ্যে খাদিজা আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে উপজেলার ভবের চর ইউনিয়ন ভিটিকান্দি নয়াকান্দি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গত ৩জানুয়ারি ২ ঘটিকায় আলামিন আলামিন দেওয়ানের বাড়িতে অতর্কিত হামলা ও স্ত্রী লাকী আক্তারকে শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী লাকি আক্তার বাদী হয়ে গজারিয়া থানায় একই গ্রামের মসজিদ দেওয়ানের ছেলে লিয়াকত, আলীর ছেলে সফর ,মৃত বাচ্চু দেওয়ানের ছেলে মোজাম্মেল, মৃত হাসেম দেওয়ানের ছেলে বাবুল দেওয়ান ,সিরাজ দেওয়ানের ছেলে গিয়াসউদ্দিন গংদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান উল্লিখিত দুটি বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে ।তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সময় জার্নাল/এলআর