রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারন সদস্য পদে প্রার্থী হয়েছেন আড়াই ফুট উচ্চতার মোশারফ হোসেন মশু। আগমী ৩১ জানূয়ারী এ ই্উনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তার প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভোটাররা নিজের টাকা ব্যয় করে চালাচ্ছেন মশুর নির্বাচনী প্রচারণা।
জানা গেছে, উপজেলার বাগভান্ডার গ্রামের কদমতলা এলাকার বাসিন্দা হরমুজ আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী মোশারফ হোসেন মশুর উচ্চতা আড়াই ফুট। তার বয়স ২৬ বছর। তিনি ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারন সদস্য পদে প্রার্থী হয়েছেন। ভোটের লড়াইয়ে জয়ী হয়ে ছোট কাঁধে জনসেবার গুরুদায়িত্ব পালন করতে চান তিনি।
বাগভান্ডার কদমতলা এলাকার নজরুল ইসলাম বলেন, একজন দরিদ্রের কষ্ট আরেকজন দরিদ্রই ভালো বোঝেন। তাই আমরা শারীরিক প্রতিবন্ধী দরিদ্র মোশারফ হোসেন মশুকে মেম্বার প্রাথী করেছি। আরেক ভোটার আমজাদ হোসেন বলেন, ইতিপূর্বে যারা ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তাদের নিকট থেকে কাঙ্খিত সেবা পাওয়া যায়নি। এবার প্রতিবন্ধীকে ভোট দিয়ে দেখিনা কি হয়।
কামরুজ্জামান মোল্লা বলেন, মশু একজন প্রতিবন্ধী। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সে যেন সমাজের মূলধারায় আসতে পারে। মশু নির্বাচিত হলে অন্য প্রতিবন্ধীদের অধিকার আদায়ে ভুমিকা রাখতে পারবে।
মোশারফ হোসেন মশু বলেন, এলাকাবাসী আমাকে ভালোবেসে প্রার্থী করেছেন। তারাই আমার প্রচার-প্রচারনা চালাচ্ছেন। আমি নির্বাচিত হলে গরীবের হক বিনা পয়সায় গরীবের ঘরে পৌঁছে দিয়ে আমার প্রতি এলাকাবাসীর ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে চাই।
ভুরুঙ্গামারী উপজেলার রিটার্নিয় কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত আনোয়ার হোসেন বলেন, মোশারফ হোসেন মশুর প্রার্থী হতে আইনি কোন বাধা নেই। তার মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।
সময় জার্নাল/এলআর