মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি: "আয় সখা আয় উৎসব আনন্দ আর প্রাণের স্পন্দনে হৃদয়ের আহ্বানে প্রাণ অফুরান সীমাহীন বন্ধনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের আয়োজনে শুরু হয়েছে বাংলা উৎসব- ১৪২৮।
রবিবার (৯ জানুয়ারি) সকাল ১০:৩০ এ বিভাগের নিচ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এসে শেষ হয়।
র্যালি শেষে ব্যাডমিন্টন কোর্টে কেক কাটার মধ্যে দিয়ে বাংলা উৎসব-১৪২৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী। এছাড়া আরোও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিভাগের সভাপতি অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, অধ্যাপক ড. আহমেদ মাওলা, সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন, সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, ড. রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, প্রভাষক সুমনা আক্তার ও সিনথিয়া মুমুসহ বিভাগের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
এরপর বাংলা উৎসবের অংশ হিসেবে দুপুর ১টায় শিক্ষকদের দৌড় প্রতিযোগিতা, দুপুর ২ টায় শিক্ষকদের বালিশ খেলা, ২:৩০ এ শিক্ষার্থীদের বালিশ খেলা, বিকেল ৩টায় শিক্ষার্থীদের হাঁড়ি ভাঙা, ৩:৩০ এ ছেলেদের বস্তা দৌড়, কার্ড খেলাসহ অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এবারের বাংলা উৎসব-১৪২৮ আগামী ১৩ জানুয়ারি সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে শেষ হবে।
এমআই