মো: মঈন উদ্দিন রায়হান, ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাজেদা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (৯ জানুয়ারী) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, মাদেজা আক্তার নান্দাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাঁচপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে আসেন। রবিবার সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে।
নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মালেক বলেন, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধা ঘটনাস্থলেই মারা গেছেন।
নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান বলেন, দুপুরের দিকে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। দ্রুতগতির বাস চাপা দিয়েই চলে গেছে। বাসটি আটক করা যায়নি।
এমআই