সিরাজাম মুনিরা, ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আইন বিভাগের ডিন ড. এ.ডব্লিউ. আব্দুল হক , বিভাগের সাবেক চেয়ারম্যান মিলি সুলতানা, সুণিতা রানী বিশ্বাস, শারমিন সুলতানা সহ অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ল" এলামনাই এসোসিয়েশনের (ডিউলা) এর সাবেক সভাপতি এডভোকেট অলিউর রহমান নয়ন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব, সামসুল আলম সাদ্দাম উপস্থিত ছিলেন৷
এ সময় ডিউলার প্রচার ও প্রকাশনা সম্পাদক সামছুল আলম সাদ্দাম ডিআইইউ এর প্রতিষ্ঠাতা ডঃ মফিজুল ইসলাম পাটোয়ারীকে স্মরণ করেন৷
নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের মা বাবার স্বপ্ন পূরণে এবং আগামীর বাংলাদেশ নির্মানে ভূমিকা রাখতে নিজেদের প্রস্তুত করতে হবে। তাছাড়া যে কোন সহযোগিতায় ডিউলা পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
সময় জার্নাল/এলআর