রাজশাহী প্রতিনিধি : জেলায় বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখি সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে নগরীর কাটাখালী থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরক্তি উপকমিশনার গোলাম রহুল কুদ্দুস জানান, দুপুরে কাটাখালীর থানারা মোড়ে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাস ও লেগুনার সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও ছয় মারা যান।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি আগুনে পুড়ে গেছে। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সময় জার্নাল/আরইউ