এম. পলাশ শরীফ। বাগেরহাট প্রতিনিধি: ২০ জেলে সাগরে ভেসেছিলেন টানা ১৫দিন! হঠাৎ ইঞ্জিন বিকলে গভীর সাগরে এমন পরিস্থিতির সম্মুখিন হন তারা। খাবারসহ প্রয়োজনীয় রসদ ফুরিয়ে গেলে বাঁচার আশাও ছেড়ে দিয়ে ট্রলারে ভাসতে থাকে উদ্ধার হওয়া জেলেরা।
সোমবার (১০ জানুয়ারি) কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, গত ১১ ডিসেম্বর থেকে সাগরে হারিয়ে যাওয়া এসব জেলে ও তাদের ফিসিং ট্রলার ‘এফ বি আল্লার দান’ এ ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়। ১৫ দিন সাগরে ভেসে থাকা অবস্থায় গত ২৬ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড ট্রলারসহ ২০ জেলেকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে সেখান থেকে বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) ৯ জানুয়ারি ( রবিবার) দুই দেশের সমঝোতার মাধ্যমে তাদের বাংলাদেশে নিয়ে আসে।
তিনি আরও জানান, জেলেদেরকে মহাজন আবুল কাশেমের কাছে ফিসিং ট্রলারসহ মোংলা কোস্টগার্ড হস্তান্তর করেছে। ফিরে আসা জেলেদের সবার বাড়ি ভোলার চরফ্যাশান উপজেলায়।
সময় জার্নাল/আরইউ