অনুক্ত উচ্চারণ
- সাইফুল ইসলাম
এইবার কিন্তু ঠিক বলে দেবো,
তোমাকে ভালোবাসি,
কেবল তোমাকেই ভালোবাসি।
এইবারে আমার বুকে কোনো ঝরের
আলোড়ন হবে না,
কাঁপবেনা আমার দু'ঠোট।
এইবার ব্যর্থ অভিযাত্রীর মতো
ফিরে যাব না,
অনুপ্ত বীজের মতো মাটির নীচে থমকে থাকবো না,
গুটিয়ে যাব না লাঙলের ফলায়
বিদীর্ণ হওয়ার ভয়ে চুপসে যাওয়া খয়েরী শামুকের মতো,
এইবার দিক পাল্টাবো না বৈশাখী বাতাসের মতো-
এলোমেলো গন্তব্যহীন ।
এইবার তোমাকে বলে দেবো ঠিক,
আমি তোমাকে ভালোবাসি।
ঠিক বলে দেবো আমার ভালোবাসা সূর্যের আলোর মতো সত্য,
আমার ভালোবাসা জোছনার মতো কোমল,
আর পৃথিবীর তিনভাগ জল ও একভাগ স্হলের মতোই বিস্তীর্ণ;
আমাকে গ্রহণ করো, আমাকে লুকিয়ে ফেল চোখের কাজলে আর বুকের মায়ায়।
এইবার ঠিক বলে দেবো ভালোবাসা মরে যাওয়ার আগে যা যা বলা হয়নি তোমাকে,
নিশ্চিত বলে দেবো, আমি কেবল তোমাকেই ভালোবেসেছিলাম।