ভালো থেকো তুমি
- রুখসানা বিলকিস (শান্তা)
তুমি ভালো থেকো,
আমি যদি এ ভুবনে না ও থাকি
তবু তুমি ভালো থেকো।
যদি মন খারাপ হয়ে থাকে,
তবু অভিনয় করো ভালো থাকার,
যদিও জানি তা হবার নয়।
আগের মতন ফুলদানীতে ফুল সাজিয়ে রেখো,
জানলার পর্দা সরিয়ে সকালের রোদ আসতে দিও,
বিকেল বেলা ছাদে বসে কবিতা লিখ।
আমার দেয়া চিঠিগুলো ছিঁড়ে ফেলো,
ইচ্ছে হলে পুড়িয়ে ফেলতে পারো,
ওদেরকে বাঁচিয়ে রেখে কষ্ট দিও না আর।
নিজেকে যতন করে তুমি ভালো থেকো,
নতুন কোনো বর্ণিল কবিতা লিখে তুমি ভালো থেকো।
ভেবে নিও আমি নামে কেউ ছিলই না।
যে নাকি তোমার জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদত,
কথা বলতে না পারার কষ্ট বুকে নিয়ে যে ছায়ার সাথে লড়ত,
তোমার একটু ছোঁয়ার আশায় যে নাকি অসীমেতে দৃষ্টি মেলে রাখত,
তোমার একটু কণ্ঠ শোনার জন্য ফোনের পাশে উদগ্রীব হয়ে বসে থাকত,
তাকে শুধুই মনেতে ঠাঁয় না দিয়ে নিজেকে নিয়ে ভালো থেকো।
চায়ের কাপে চুমুকে ঠোঁট পুড়িও না আমাকে মনে করে,
হবে শুধুই বিরক্ত।
ব্যস্ততার অজুহাতে আর এড়িয়ে চলতে হবে না তোমাকে,
আর কেউ তোমায় করবে না জ্বালাতন,
কেউ আর করবে না অভিমান।
থেকো তুমি ভালো,
এখন যেমন আমাকে ছাড়া ভালো আছ তখনো থেকো।
ভালো থেকো তুমি।
আমায় ভুলে যেও তুমি।
ছিলাম এক বিস্মৃতি তাই না হয় ভেবে নিও তুমি।
অনেক ভালো থেকো তুমি।