দুঃখ বিলাস
(এক অভিমানী কবিকে)
--------- আফতাব হোসেন
ওগো দুঃখ বিলাসী মেয়ে,
এই কোজাগরী রাতে তুমি কেন সাধো রাগ ভৈরব সুর ?
কষ্টের মেঘ এসে ঢেকে দেয় চাঁদ
মেঘের কার্নিশে ঝুলে থাকে কাশ ফুল জোছনা
বিষণ্ণ কুয়াশায় ঝাপসা তোমার চোখ ছলছল
যে আলে দাঁড়িয়ে আছো,
তার এক পাশে সরিষার ক্ষেত, অন্য পাশে নর্দমার জল।
পুকুর পাড়ে জোনাক আলোয় কী খোঁজো তুমি ?
ঘাস ফড়িং আঁটকে আছে মাকড়সার জালে!
মাচায় লুকানো বর্ণচোরা সাপ
তুমি লাউয়ের ডগা ভেবে করে ফেলো ভুল
পায়ের আলতা ছুঁয়ে গলে যায় অভিমানী শিশির
অবহেলায় শুকিয়ে যায়, তোমার জন্য ফোটা একাকী ঘাস ফুল।
বুক চিরে তুমি কারে দেখাতে চাও দুঃখ সরোবর ?
পাহাড়, উপত্যকা, হ্রদ, অমৃত নহর ?
যে নদীতে ভাসাও তুমি প্রেমের পানসী নাও
সে নদীর জলে বহুরূপী মাঝিদের আনাগোনা
ঘাটে ঘাটে চলে মনের বেচাকেনা
প্রেমের কবিতা লিখছ যাদের ভেবে গাঙ্গচিল,
তারা বোঝে না বুকের কষ্ট,
বোঝে শুধু বুকে ফুটে থাকা আনকোরা তিল !