তিতুমীর কলেজ প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে।
আজ শুক্রবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখণ্ড, যার নাম বাংলাদেশ। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের এ দেশটির স্বাধীনতার ৫০তম বার্ষিকী আজ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ দিনটিতে নানা কর্মসূচীর আয়োজন করা হয় সরকারি তিতুমীর কলেজে।
সকালে কলেজের বিজ্ঞান ভবনের নিচতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
এছাড়া সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত কলেজ প্রশাসনের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আশরাফ হোসেন, উপাধ্যক্ষ মোছা. তালাত সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক এস.এম. কামাল উদ্দিন হায়দার প্রমুখ। এছাড়াও সকল বিভাগের বিভাগীয় প্রধাগন।
পরে যোহরের নামাজের পর তিতুমীর কলেজের মসজিদে মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ৮ টায় তিতুমীর কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ও বিজ্ঞান ভবেনের নিচে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করা হয়।
সময় জার্নাল/এমআই