সমুদ্র বিলাপ || রফিক উল আলম
হে সিন্ধু , কেনো গর্জন ৷ কোথায় প্রিয়জন তোমার ?
কেনোহে আছড়ে পড়ো ! তীরে এসে তুমি বারবার ?
কহিলো সে ঢেউয়ের তালে -
উদিছে চন্দ্র গগন ভালে !
এখনো উঠেনি রবি ? পূরবের নভোলোক জুড়ে ?
আমাকে একেলা রেখে , গেছে চলে সে কোন্ সুদূরে ?
এতই উতলা তুমি ? কহিলাম কেন তবে আজ ?
চারিদিকে পড়েছে যে আয়োজন রব সাজ সাজ !
কহিলো সে দীর্ঘশ্বাস ছেড়ে -
ঘুরি ফিরি অকুল পাথারে ৷
ডেকেছে কি নাম ধরে ? এসো , শুনাবো তোমারে গান ?
নাকি সে যে মহা ব্যস্ত ? নাই সময় রাখে সন্ধান ?
কহিলাম ওহে সিন্ধু ! তাতেই তুমি করো গর্জন ?
সূর্যের ভালোবাসায় ধরণীরে করিবে বর্জন ?
কহিলো সে মৃদু দোলে
পৃথ্বীরে থাকি না ভুলে
তার তরে সদা মম , হৃদয় মন করে ক্রন্দন -
কি করে যাবো রে ছিড়ে ভালোবাসার রাখি বন্ধন ?
কেনো তবে খুঁজো তুমি ? আকাশের ঐ দূরন্ত রবি ,
চেয়ে দেখো কূল জুড়ে ছায়াবিথী পুষ্পারতি সবি !
কহিলো সে নির্দ্বিধায়
বাষ্প হয়ে উড়ে যায়
মাঝপথে ফিরে আসে অশ্রু-মালা ফের বসুন্ধরা ,
বন্ধুত্ব বসুধা সনে ; রবি সনে আছে মম মধুর অন্তরা !
কহিলাম ওহে সিন্ধু , রবি সনে মিছেমিছি করো অভিমান -
ডুব দেবে তব বুকে ঠিকই সে দিন শেষে , সাক্ষী আসমান ৷
বসুন্ধরা , ঢাকা , ১১/০১/২০২২