বুধবার, জানুয়ারী ১২, ২০২২
মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিহির লাল ভৌমিক-কে কাজী নজরুল ইসলাম হলে এবং একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান-কে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
কাজী নজরুল ইসলাম হলে নিয়োগকৃত নতুন প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক বলেন, "আজ থেকে হলের নতুন দায়িত্ব নিলাম। ক্যান্টিন, শিক্ষা সহ যতধরনের সমস্যা তা কাটিয়ে নেয়ার জন্য সকলের সাথে আলোচনা করেমসম্মিলিত ভাবে কাজ করে যেতে চাই।"
এছাড়া, দত্ত হলে নিয়োগকৃত নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই হলের দায়িত্ব পাওয়ায় আমি প্রশাসন ও সংশ্লিষ্ট নীতি-নির্ধারকদের ধন্যবাদ জানাই। হলের সুন্দর ও শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করার জন্য আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। সঠিকভাবে হল পরিচালনা করার জন্য প্রশাসন, ছাত্র ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, আগামী দুই বছরের জন্য এই শিক্ষকদ্বয়কে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে।
এমআই