বুধবার, জানুয়ারী ১২, ২০২২
সময় জার্নাল প্রতিবেদক: অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ প্রকাশিত হচ্ছে অনামিকা সরকার সৃজনের প্রথম কাব্যগ্রন্থ 'এবং একটি রক্তজবা'।
এই বইয়ে কবি মূলত লিখেছেন যারা ভালোবাসায় বিশ্বাসী তাদের জন্য। বইয়ের কিছু কবিতা প্রেমের কিছু কবিতা বিচ্ছেদের। প্রেম এবং বিচ্ছেদের সমন্বয় ঘটানো হয়েছে 'এবং একটি রক্তজবা' বইয়ে।
আইয়ূব আল আমিন প্রচ্ছদে এবং দূরবীন প্রকাশনীর ব্যানারে এই কাব্যগ্রন্থ পাঠকদের জন্য রকমারি'তে, কিংবদন্তী পাবলিকেশন এর অফিসিয়াল পেইজে এবং বইমেলায় কিংবদন্তী পাবলিকেশন এর স্টলে পাওয়া যাবে।
লেখক বলেন, কবিতা মূলত আমাদের মনের ভাব প্রকাশ করে। যে কথা আমরা কখনও কাউকে বলতে পারি না একজন কবি এমন সব কথাই সাবলীল ভাবে তার কবিতায় তুলে ধরে। কবিতায় মনের ভাব প্রকাশ করা সহজ।
"এবং একটি রক্ত জবা" আমার লেখা প্রথম কাব্যগ্রন্থ; যেটা প্রকাশিত হচ্ছে দূরবীন থেকে। দূরবীনকে অসংখ্য ধন্যবাদ। এই বই আমি মূলত লিখেছি যারা ভালোবাসায় বিশ্বাসী তাদের জন্য। বইয়ের কিছু কবিতা প্রেমের কিছু কবিতা বিচ্ছেদের। আমি চেষ্টা করেছি প্রেম এবং বিচ্ছেদের সমন্বয় ঘটানোর। আমি কতটুকু কি পেরেছি সেটা আমার চেয়ে আমার পাঠকরাই ভালো বলতে পারবে।
উল্লেখ্য, লেখক অনামিকা সরকার সৃজন ২০০১ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। বর্তমান তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে গণিত বিভাগে অধ্যয়নরত।
এমআই