বুধবার, জানুয়ারী ১২, ২০২২
ইসাহাক আলী, নাটোর: নাটোরে তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধি ও প্রবীণ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে কয়েকটি বেসরকারী সহায়তা সংস্থা।
সকালে বাংলাদেশ এনজিও ফেডারেশনের উদ্যোগে শহরের দিঘাপতিয়ায় নিডা ফাউন্ডেশন কার্যালয়ে এই সব কম্বল শীতার্তদের মাঝে তুলে দেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।
এ সময় নিডার নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, এসকেএসএস এর পরিচালক আফরোজা বেগম, ব্রাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লাইলুন নাহার, পিকেএসএস এর প্রতিনিধি আব্দুল আজিজ, উত্তরা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফারুক আহমেদ খান, দ্বীপশিখার পরিচালক জিল্লুর রহমান, ব্যুরো বাংলাদেশের এরিয়া ম্যানেজার ওয়াশার প্রতিনিধিসহ অন্যরা।
এতে শতাধিক ব্যক্তিকে এসব সামগ্রি বিতরণ করা হয়।
এমআই