এম.পলাশ শরীফ, বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়। সুর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬টায় মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুষ্পর্ঘ অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, মাকছুদা আক্তার মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানমসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, পল্লী বিদুৎসহ বিভিন্ন বেসরকারি সংস্থা।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সময় জার্নাল/এমআই