অর্পণ ধর, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সনাতন শিক্ষার্থীদের নিয়ে মতুয়া শিক্ষা ও সংস্কৃতি পরিষদের ৩১ সদস্য নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের মোহিত মজুমদারকে সভাপতি ও গ্রাফিক ডিজাইন বিভাগের পার্থ রায়কে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির নাম ঘোঘণা করেন মতুয়া শিক্ষা ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক স্বরোচিত সরকার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রীতি সরকার, দ্বৈপায়ন বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক লিটন কুমার দাশ, সমাপ্ত রায়, কমলেশ মন্ডল মহিলা সাধারণ সম্পাদিকা পূজা বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদিকা স্বন্তী দাশ, সাংগঠনিক সম্পাদক সুমন বৈদ্য, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন হালদার, শুভঙ্কর পাল, কোষাধ্যক্ষ শুভ্রদেব সরকার, সহ-কোষাধ্যক্ষ নিরাপদ কুমার, বিমল রায়, দপ্তর সম্পাদক উত্তম সরকার, সহ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি হালদার,সুমন চন্দ্র, প্রচার সম্পাদক সুদীপ বিশ্বাস, সহ-প্রচার সম্পাদক মিঠুন রায়, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দেবাশীষ মালো, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৌরভ রায়। এছাড়া সদস্য পদে রয়েছেন বিভাষ রায়, ববিতা শিকদার, অভিলাষ বিশ্বাস, প্রজ্ঞা দে, সিথী শীল, রাজিব কির্ত্তনীয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট উৎপল বিশ্বাস। এছাড়া আরো উপস্থিত ছিলেন মতুয়া শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সদ্য বিদায়ী সভাপতি প্রসেনজিৎ মিস্ত্রি, উপদেষ্টা অধ্যাপক স্বরোচিষ সরকার ও সংগঠনের সদস্যবৃন্দ।
সময় জার্নাল/এলআর