মকবুল, গজারিয়া প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাউশিয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নবনির্মিত সরকারি কারিগরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি কৃত ৬ ষ্ঠ,৭ তম,৮ ম ও ৯ ম শ্রেণীর শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে প্রতিষঠান মিলনায়তনে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালক, হাফিজ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, বাউশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মোঃ মিজানুর রহমান প্রধান প্রমুখ।
সময় জার্নাল/এলআর