নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান। রোববার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোটকেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামীম ওসমান। এ সময় তিনি বলেন, আল্লাহর রহমতে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তারপরও বার বার নারায়ণগঞ্জ নিয়ে কথা ওঠে। নারায়ণগঞ্জে এই হয়েছে, ওই হয়েছে, এই হবে, এই হতে পারে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন জাতীয় সংসদ নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জে একটা ধাক্কাধাক্কি পর্যন্ত হয় নাই, কারও মাথাও ফাটে নাই।
তিনি আরও বলেন, জয় পরাজয় আছে। নির্বাচনে একজন জিতবেন আরেকজন হারবেন। কিন্তু দেশটা তো আমাদের সবার, সবাই মিলে দেশটা গড়তে হবে।
শামীম ওসমান বলেন, আমি আজ প্রথম ইভিএমে ভোট দিলাম। আমার ফিঙ্গার প্রিন্টে সবসময় সমস্যা করে। কিন্তু এবার করল না। তার মানে ইভিএম মেশিনটা ভালো। ভোটটা দিয়ে ভালো লাগল।
তিনি বলেন, আমি নৌকার নির্বাচন করেছি। অন্য কারো নির্বাচন করিনি। আমি আশা করব, যাকে আমি ভোট দিয়েছি, সেই নৌকা মার্কারই জয় হবে।
এমআই