অহংকারী শিক্ষা
- ইয়াছিন আলী
পড়ে টাই সাফারি স্যুট
অহংকারে ফুলিয়ে বুক
লুট করিয়া অন্যের ধন
বারোমাস খুঁজি সুখ!
সাংঘাতিক শিক্ষা! অপরূপ মোদের সুখ।
কলমের ডগায় কালীর দাগে
করি জালিয়াতি
উগড়াই মুখে নীতিবাক্য
যেন, আমি-ই সব্যসাচী।
সাংঘাতিক শিক্ষা! অপরূপ মোদের সুখ।
বোনকে ঠকিয়ে ভাইকে মেরে
সম্পদ করো আত্মসাৎ
পোষাকে বাহাদুর সাজিয়া থাকো
যেন চরিত্র তোমার নিখাঁদ।
সাংঘাতিক শিক্ষা! অপরূপ মোদের সুখ।
তছরুপে মগ্ন জন
থাকে সাধুর বেশে
ঘুষগ্রহীতাও বক্তৃতা দেয়
মোদের সোনার দেশে।
সাংঘাতিক শিক্ষা! অপরূপ মোদের সুখ।
দস্যু দরবেশ, তছরুপকারী
আজি একই রংয়ের সাজ
রাতের ডাকাত সাজে দিনে সাধু
নাই যে, বিন্দু পরিমাণ লাজ।
সাংঘাতিক শিক্ষা! অপরূপ মোদের সুখ।
চরিত্রের সাধন না করিয়া
শিক্ষার করি বড়াই
তাই তো ঘরে বাহিরে
চলছে ফ্যাসাদ লড়াই।
সাংঘাতিক শিক্ষা! অপরূপ মোদের সুখ।
অন্তর কালো মানুষটাও
নিজেকে, পোষাকে করি জাহির
ভক্তজনেরা করে ভক্তি
দেখিয়া শুধু বাহির।
সাংঘাতিক শিক্ষা! অপরূপ মোদের সুখ।