আমিন আল রশিদ :
ছব্বিশে মার্চ ২০২১। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীন হওয়া যেকোনো জাতির জন্যই তাদের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী একটি গৌরবের দিন। অহঙ্কারের দিন। মাথা উঁচু করে দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়াবার দিন। ভোটের মাঠে রাজনৈতিক বিভক্তি যতই থাকুক, সর্বজনীন উৎসবের দিন। রঙ ছিটানোর দিন। কিন্তু বাংলাদেশের মানুষ এই ঐতিহাসিক দিনটি কীভাবে উদযাপন করলো? একদিকে করোনা, অন্যদিকে মোদিকে ‘না’—এই দুই ‘না’ মিলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণটিতে যা হলো, তা মোটেও কাঙ্ক্ষিত ছিল না। আগামী প্রজন্ম সংবাদপত্র এবং বইপত্রে তার দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে পুলিশের গুলিতে প্রাণহানির বিবরণ পড়ে তার পূর্ব পুরুষদের সম্পর্কে কী ধারণা পাবে? এই ঐতিহাসিক দিনটিতে যা কিছু ঘটলো, তার পেছনে কতটুকু দেশপ্রেম, কতটুকু রাজনীতি আর কতটুকু ধর্ম ও উগ্রবাদ রয়েছে—তার নির্মোহ বিশ্লেষণ হওয়া জরুরি।
হবে?...
লেখক : সাংবাদিক, নেক্সাস টেলিভিশন।