কামরুল ইসলাম সজল, শেকৃবি প্রতিনিধি:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস গ্রুপ) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে টিম লিডার হিসেবে দায়িত্ব পান মো. এমদাদুল হক। ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পান সৌগত সাহা ও জান্নাতুল ফেরদৌস নিশু।
রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার রুমে এই কমিটি ঘোষণা করেন শেকৃবি ইয়েস গ্রুপের মডারেটর, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হারুন-উর-রশিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাউরেস এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. আক্কাস আলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল আওয়াল চৌধুরী মাসুদ, বিদায়ী কমিটির টিম লিডার মো. শিহাব আলী, ডেপুটি টিম লিডার মো. এমদাদুল হক, জান্নাতুল ফেরদৌস নিপু ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।
নতুন কমিটিকে স্বাগত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হারুন-উর-রশিদ বলেন, তোমরা সম্মুখ সারিতে এসে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবে। সর্বাবস্থায় সৎ থাকবে। যত বড় পদেই যাও, বিসিএস ক্যাডার হও, সর্বদা দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকবে। সুযোগের অভাবে সৎ থাকবে এবং সুযোগ পেলে অসৎ হবে এমনটা যেন না হয়। তোমাদের লিডারশীপে দেশ দুর্নীতি মুক্ত হবে। নতুন কমিটিতে যারা আছ সবার জন্য শুভকামনা।
সময় জার্নাল/এলআর