নিজস্ব প্রতিবেদক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমইউ) অর্থোপেডিক সার্জারি বিভাগের স্পাইনাল সার্জনদের সার্বিক প্রচেষ্টায় এক শিশুর মেরুদন্ডের বাঁকা হাড়ের সফল অস্ত্রোপচার হয়েছে।
আজ সোমবার (১৭ জানুয়ারি) কেবিন ব্লকের অপারেশন থিয়েটারে ১০ বছরের ফুয়াদ হাসানের বাঁকা হাড়ের সফল অস্ত্রোপচার করা হয় এবং বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ বাঁকা হাড়ের সোজাকরণ ইউনিটটির শুভ উদ্বোধনও ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, অর্থোপেডিক সার্জারি বিভাগের ইউনিট প্রধান অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল ইসলাম, বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু, উপাচার্য মহোদয়ের পিএস-১ সহযোগী অধ্যাপক ডা. মোঃ রাসেল, ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ।
অর্থোপেডিক সার্জারি বিভাগের ইউনিট প্রধান অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের বহিবির্ভাগ ভবন-২ এর ৪০৭ নং কক্ষে প্রতি রবিবার বাঁকা পিঠের সমস্যা নিয়ে ভোগা শিশুদের অভিভাবকগণ যোগযোগ করে এই সেবা তাঁর সন্তানের জন্য নিতে পারবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বল্পমূল্যে অস্ত্রোপচারসহ এই চিকিৎসাসেবাটি প্রদান করা হচ্ছে।
সময় জার্নাল/আরইউ