এহসান রানা। ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মাজকান্দি-ভাটিয়াপড়া আঞ্চলিক মহাসড়কে মান্নান মাস্টার সড়ক নামক স্থানে গাছ বোঝাই নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর নাম নিজাম উদ্দিন(৩০)। তিনি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের মুন্নু সেখের ছেলে।
সোমবার (১৭ জানুয়ারী) দুপুর পৌনে তিনটার দিকে এঘটনা ঘটে। এসময় আহত ৩ জনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা জানায় , জাহাজপুর ইউনিয়নের আঃ মান্নান মাস্টার সড়ক থেকে একটি গাছ বোঝাই নসিমন মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উঠছিল। এ সময় বোয়ালমারী গামী দ্রুতগতির একটি মোটরসাইকেল ও নসিমনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন মোটরসাইকেল আরোহী নিহত হন।
ফরিদপুরের মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, নসিমন ও মোটর সাইকেলের সংঘর্ষে নিজাম উদ্দিন নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হন। এতে মারাত্মক আহত অবস্থায় তিন জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।
সময় জার্নাল/এলআর