রেখে যাওয়া দীর্ঘশ্বাস
- মাহ্জাবীন আহমেদ
তোমাদের জন্য বহু শব্দের কিছু কথামালা রেখে যাব
যা হবে এক জীবনে পড়ে শেষ করতে না পারা এক উপন্যাস ,
আমার সাথে একটা অ-গোপন গল্প নিয়ে যাব
যা তোমাদেরই লেখা জমাট বাঁধা ব্যার্থতার উপহাস ।
আমি রেখে যাব তোমাদের তরে অশ্রুভেজা কিছু কবিতার উচ্ছ্বাস
রেখে যাব আমি অনেকের ভীড়ে অকৃত্রিম যত ভালোবাসা বিশ্বাস ।
তোমাদের জন্য কিছু অধরা ইচ্ছে আর স্বপ্ন রেখে যাব
যা হবে সময়-অসময়ের আশ্রয় তোমাদের স্মৃতির বিলাস ।
বিদায় ক্ষণে আমার সাথে কিছু জীবিত না পাওয়া নিয়ে যাব,
আর তোমাদের কাছে রেখে যাব অসংখ্য অবহেলার অগণিত অতৃপ্তির লাশ ।
রেখে যাব সরলতায় মোড়ানো নিখুঁত প্রেম আর নিখাঁদ দীর্ঘশ্বাস
রেখে যাব শেষ করতে না পারা স্বপ্ন বোনার তীব্র অভিলাষ ।।