কুয়াশা মোড়া শীতের সকাল
কিম্বা ঘন সবুজ ঘাসের শুভ্র শিশির বিন্দুর সৌন্দর্য
আমাকে ভীষণ আন্দোলিত করে।
প্রকৃতি কেমন যেন আলাদা এক মাধুরীতে রূপ নেয়।
তেমনি এক সকালে যান্ত্রিক জীবনে
তোমার মায়াময় মুখখানি ঈষৎ ভাবিয়ে তুললো আমায়
তোমার স্নিগ্ধ শোভন হাসি, বুদ্ধিদীপ্ত চাহনি, ঠুনকো খুনসুটি
সবকিছুই মনের গহীনে প্রতিধ্বনিত হতে থাকলো।
কত শত সুখকর স্মৃতি
অবুঝ হৃদয়ের পাগলামী
গোপন কটাক্ষ
সবকিছুই ছিল একটু ভিন্নতর।
ছিল না কোন অবহেলা, কোন ক্লান্তি
চওয়া পাওয়ার দোলাচালে দুলেছি ভীষণ রকম।
হুট করে চমকে দেয়া
আবার কখনো লুকিয়ে থেকে
ভালোবাসা নামক ছোট্ট শব্দটিকে
বিশালতার উপমা দিয়ে আলিঙ্গন করা।
কি ভীষণ আদুরে ভালোবাসা
প্রিয় মানুষটিকে ঠিক যেন একান্ত নিজের করে পাওয়া।
ভাবিনি সম্ভব হবে কখনো
কিন্তু ঠিক তেমনি করে
হৃদয়ের কুঠুরিতে তুমি ছিলে, আছো এবং থাকবে।
সময় জার্নাল/এসএ