সময় জার্নাল প্রতিবেদক : পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে হত্যার শিকার হয়েছে অভিনেত্রী রাইমা ইসলাম শিমু। জিজ্ঞাসাবাদে তার স্বামী সাখাওয়াত আলী নোবেল হত্যার দায় স্বীকার করেছেন।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক মঙ্গলবার দুপুরে বলেন, ‘রাইমা ইসলাম শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরেই তিনি হত্যা করেছেন বলে জানিয়েছেন।’
রাজধানীর কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের নিচ থেকে পুলিশ সোমবার সকাল ১০টায় বস্তাবন্দী একটি মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে রাখে। সেখানে মরদেহ শনাক্ত করেন শিমুর বড় ভাই খোকন।
এ ঘটনায় শিমুর স্বামী নোবেল ও তার বন্ধু ফরহাদকে জিজ্ঞাসাবাদ নিয়ে যায় পুলিশ।
শিমুর বাসা ঢাকার গ্রিন রোড এলাকায়। তিনি গত ৩-৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কলাবাগান থানায় একটি জিডি করা হয়েছিল।
১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় শিমুর। এরপর অনেক গুণী পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।
সময় জার্নাল/এসএ