আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ স্প্যানিয়ার্ড সাটুরনিনো দে লা ফুয়েন্তে গার্সিয়া মারা গেছেন। বুধবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বলছে, ১১২ বছর ৩৪১ দিন বয়সী গার্সিয়া আর নেই। ১১৩তম জন্মদিন পালনের তিন সপ্তাহ আগে মারা গেছেন তিনি।
ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। লন্ডন-ভিত্তিক বৈশ্বিক বিভিন্ন রেকর্ডসের স্বীকৃতি দানকারী সংস্থা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, ১১২ বছর ২১১ দিনে পা রাখার দিনে গার্সিয়াকে বিশ্বের জীবিত সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। আগামী মাসে তার ১১৩তম জন্মদিন উদযাপনের কথা ছিল।
১৯০৯ সালের ১১ ফেব্রুয়ারি স্পেনের লিওনের পন্তে ক্যাস্ত্রো এলাকায় জন্মগ্রহণ করেছিলেন স্প্যানিয়ার্ড সাটুরনিনো দে লা ফুয়েন্তে গার্সিয়া।
মাত্র দেড় মিটার উচ্চতার কারণে ১৯৩৬ সালের স্প্যানিশ গৃহযুদ্ধের সময় তৈরি করা খসড়ায় নিজের নাম লেখাননি তিনি। এর বদলে জুতার সফল ব্যবসা করেন গার্সিয়া।
পারিবারিক জীবনে তার সাত সন্তান, ১৪ নাতি-নাতনি এবং নাতি-নাতনিদের ২২ সন্তান রয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির রেকর্ড ছিল ফ্রান্সের জ্যঁ লুইস কালমেন্তের। ১২২ বছর ১৬৪ দিন বয়সী কালমেন্তে ১৯৯৭ সালে মারা যান। ১৮৭৫ সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন তিনি।
এমআই