বুধবার, জানুয়ারী ১৯, ২০২২
স্পোর্টস ডেস্ক:
টেনিস থেকে অবসরের ঘোষণা সানিয়া মির্জার। চলতি মৌসুম শেষেই টেনিসকে বিদায় বলবেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। খবরটি নিশ্চিত করেছেন দেশটির শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি।
ভারতীয় এই টেনিস তারকা আজ অস্ট্রেলিয়ান ওপেনে নেমেছিলেন নারী দ্বৈতের লড়াইয়ে। তবে যাত্রাটা থেমে গেছে সেখানেই। ইউক্রেনীয় সঙ্গী নাদিয়া কিচেনকের সঙ্গে মিলে এড়াতে পারেননি হার। স্লোভেনিয়ান তামারা জিদানেস্ক ও কাইয়া ইয়ুভানেস্কের কাছে হেরেছেন সরাসরি সেটে; ৪-৬, ৬-৭ গেমে।
এমআই