সময় জার্নাল প্রতিবেদন : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন।
পরে স্বাধীন বাংলাদেশের স্থপতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী।
প্রথম কোনো বিদেশি সরকারপ্রধান হিসেবে তিনি টুঙ্গীপাড়া সফর করছেন।
মোদি সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং একটি গাছের চারা রোপণ করবেন। পরে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন।
সকালে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে পূজো দিয়ে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন মোদি।
সময় জার্নাল/ আরইউ