বুধবার, জানুয়ারী ১৯, ২০২২
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কোভিড-১৯ এর নতুন ধরণ ওমিক্রণ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক পরা নিশ্চিত করতে মাস্ক বিতরণ করেন হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম।
আজ বুধবার (১৯ জানুয়ারী) দিনব্যাপী হাতীবান্ধা উপজেলার বিভিন্ন জনসমাগম এলাকায় গিয়ে গিয়ে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। আর এই সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে নতুন ধরনের মধ্যে ফ্যাশনেবল মাস্ক নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সেই আলোকে জেলা পুলিশের মাস্ক বিতরণ কর্মসূচীর আলোকে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় জনসাধারণের মাঝে ওমিক্রন নিয়ে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করে থানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানা ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, উপ-পরিদর্শক ইব্রাহীম সরকার, উপ-পরিদর্শক বজলুর রহমান, উপ-পরিদর্শক কমল কৃষ্ণ রায়, এস আই শফিকসহ পুলিশ সদস্যগণ।
এমআই