বুধবার, জানুয়ারী ১৯, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ক্রমবর্ধমান হুমকির মধ্যে গত সোমবার আফগানিস্তানের উত্তরের প্রদেশ সার-ই-পোলে ২ হাজার ৫০০ সেনা মোতায়েন করেছে তালেবান। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, প্রদেশের ইসলামিক এমিরেটের সিনিয়র কমান্ডার মুফতি মোহাম্মদ মুক্তাসিদ বলেন, ‘সৈন্যদের মধ্যে স্কোয়াড্রন-৩-এ ১ হাজার ৫০০ জন ও স্কোয়াড্রন-৪-এ এক হাজার দক্ষ সৈন্য মোতায়েন রয়েছে। এ ছাড়া নতুন করে আরও ২০০ মুজাহেদিন ছয় সপ্তাহের প্রশিক্ষণ শেষে যোগ দিবে।’
উত্তর আফগানিস্তানের আল-ফাথা কর্পসের কমান্ডার আতাউল্লাহ ওমারি জানিয়েছেন, নতুন মোতায়েন করা সৈন্যদের সবাই দারুণ প্রশিক্ষিত। প্রদেশটিতে দায়েশ বা আইএসআইএস যোদ্ধাদের উপস্থিতির বিষয়টি অস্বীকার করে তিনি আরও বলেন, যেকোনো হামলা প্রতিরোধে তারা সক্ষম এবং সতর্ক থাকবে।
উল্লেখ্য, গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে তাদের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ জঙ্গিবাদ। দায়েস, আইএসআই এর মতে জঙ্গি সংগঠনগুলো তাই তালেবানের মাথাব্যথার কারণ হয়ে উঠছে। অভিযোগ রয়েছে, গোষ্ঠীগুলো সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এবং পরিকল্পনা করছে। তাই তাদের রুখতে বাড়তি সেনা মোতায়েনের পথে হাঁটছে তালেবান।
সময় জার্নাল/এসএ