মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

চমেক হাসপাতালে এফসিপিএস কোর্স ও ট্রেনিং চালু

বুধবার, জানুয়ারী ১৯, ২০২২
চমেক হাসপাতালে এফসিপিএস কোর্স ও ট্রেনিং চালু

সময় জার্নাল প্রতিবেদক :

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনস কর্তৃক (বিসিপিএস) অনুমোদিত জুলাই ২০২২ সেশনে ৩টি বিষয়ে এফসিপিএস কোর্স ও ট্রেনিং চালু করা হয়েছে। ১৯ জানুয়ারি (বুধবার) চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪টি বিষয়ে কোর্স চালু হয়েছে। সেগুলো হচ্ছে : ১. মেডিসিন, ২. সার্জারী, ৩. পেডিয়াট্রিক্স ও ৪. অবস এন্ড গাইনী। 

একইসাথে ১. পেডিয়াট্রিক্স নেফ্রোলজি, ২. সার্জিক্যাল অনকোলজি, ৩. হেপাটোবিলিয়ারি সার্জারী, ৪. কলোরেক্টাল সার্জারী বিষয়ে দুই বছরের এবং ৫. নিওটোলজি বিষয়ে ৩ বছরের এফসিপিএস ট্রেনিংয়ের অনুমোদন দেয়া হয়েছে। 

অনুমোদিত কোর্স ও ট্রেনিং সুষ্ঠুভাবে চালু করার লক্ষ্যে সকল শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার। 

সময় জার্নাল/ইএইচ    


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল