শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

করোনার হার্ড ইমিউনিটি কেন সম্ভব নয়?

বুধবার, জানুয়ারী ১৯, ২০২২
করোনার হার্ড ইমিউনিটি কেন সম্ভব নয়?

ডাঃ নুসরাত সুলতানা :

'Herd Immunity' এই শব্দযুগল স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশী বেপরোয়া করে দিয়েছে। 

 Herd Immunity  আসলে কি? 

একটি সমাজে যখন ৮০-৯০% মানুষ  কোন নির্দিষ্ট সংক্রামক রোগে আক্রান্ত হয় অথবা প্রতিরোধী টিকা গ্রহণ করে, তখন এই ৮০-৯০% মানুষ ঐ নির্দিষ্ট সংক্রামক রোগের জীবানু এবং যারা টীকা নেননি বা উক্ত রোগে এখনো আক্রান্ত হননি তাদের মাঝে barrier হিসেবে কাজ করে। 
কোভিডে যেখানে পূর্বে আক্রান্ত বা Full দসে  vaccine দেয়া মানুষেরা  আক্রান্ত হচ্ছেন এবং অন্যদের সংক্রামিত করছেন সেখানে কিভাবে Herd immunity দিবে?

কোভিড-১৯ এ কেন herd immunity সম্ভব নয়?

🎭 ভাইরাসের ক্ষেত্রে -.

🧶  রি-ইনফেকশন

🎭 ভ্যাক্সিনের ক্ষেত্রেঃ

🧶 Break-through ইনফেকশন বা ভ্যাক্সিনের পূর্ন ডোজ সম্পূর্ণ হওয়ার পর আক্রান্ত হওয়া

🧶 ভ্যাক্সিনের অসম বন্টন- অর্থাৎ একেক অঞ্চলে ভ্যাক্সিনেশনের হার একেকরকম। এক অঞ্চলে হার বেশী অন্য অঞ্চলে কম হলে দুই অঞ্চলের জনগণ মিশে outbreak করতে পারে।

🧶 টীকা গ্রহণে অনীহা 

হার্ড ইমিউনিটির কথা বললে মানুষ বেপরোয়াভাবে চলতে থাকবে। কোভিড ছড়াতে থাকবে ভয়ংকরভাবে। মিউটেশনের হার বেড়ে যাবে বহুগুন৷ ফলশ্রুতিতে আবির্ভুত হতে পারে নতুন কোন ভ্যারিয়েন্ট।

দয়া করে মাস্ক পরুন। মাস্ক আপনাকে সকল ধরনের ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দেবে। 

ডাঃ নুসরাত সুলতানা
সহযোগী অধ্যাপক (সিসি)
ভাইরোলজী বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ। 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল