দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৩ নং শেখ নাদির হোসেন লিপু শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ১৫০ জন শিক্ষার্থীদের এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, থানার ওসি একেএম সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ খালিদ হোসেন জমাদ্দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি, কাউন্সিলর আলমগীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
এমআই