উল্টো গন্ধ
- তাওসিফ মাইমুন
এখনো প্রেমের উপলব্ধি বুঝতে পারিনি
পছন্দের রঙের কাপড় পরে এসেছিল
কিন্তু আমার কাপড়ের অন্যপাশটা যে পছন্দ।
উর্ধশ্বাস গতি দেখে কবি হাত ধরে বলেছিল,
সমাজে জারজ সন্তানের সংখ্যা এভাবেই বৃদ্ধি পায়। থাম!
আমাকে আঙুল দেখিয়ে বলেছিল, আমার ক্ষেত্র ও ক্ষেত্রফল ভিন্ন।
এখন আমি শেষ নিশ্বাস ত্যাগ করছি রনাঙ্গণে।
আকাঙ্খা পূরণ হয়নি বিন্দুমাত্র
পূর্ণাঙ্গতা খুঁজতে পথরোধ করলাম।
ভালবাসা শেখার জন্য প্রশ্ন রাখতেই
কবি বলে উঠলো, প্রেম তোমার জন্য নয়।
কবি চোখের ইশারায় পিচ্ছিল কাদা দেখিয়ে বলেছে,
নরম গোস্তে ভালবাসার ছোঁয়া নেই।
আঠালো মাটিতে কেবল যৌবন থাকে।
ভালবাসার শিরাগুচ্ছ অন্তরের মিলনে আছে।
বলছিলাম, গ্লাসের নিচের অংশের নোনা জল বেশ পছন্দ।
কবি হেসে বলে, অজ্ঞতায় তোমার চোখ ডুবেছে
পার্থক্য বুঝার ক্ষমতা হারিয়েছ কেবল।
তোমার পুরুষত্বে ফিরতে গভীরে যেতে হবে।
আমার পুষ্প জলের স্বাধ নেয়ার ইচ্ছে ভীষণ।
ভরাট কন্ঠের প্রতিধ্বনিতে কবি বলে উঠলো, সকল ফুলের জমানো জলের ধরণ একই।
কেবল সাগরের ঘনত্ব অনুমানে পটুই হবে প্রেমিক।
অনেক হয়েছে!
শেষ যাত্রার সময় এসেছে, অগ্নিতে দাহ হইবো এবার।