রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
মাদকবিরোধী অভিযানে রৌমারী উপজেলার চর বামনের চর গ্রামের কাইয়ূম(৪৩) এর বাড়ি থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করে থানা পুলিশের একটি দল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে কাইয়ুম কে গাঁজার গাছ সহ আটক করা হয়।এসময় দুটি গাঁজার জীবন্ত গাছ উদ্ধার করে পুলিশ। কাইয়ুম একই গ্রামের মৃত নবীন শেখের পুত্র। নিজ বসতবাড়িতে তিনি গাঁজার চাষ করতেন।
অপর এক অভিযানে চর শৌলমারী ইউনিয়নের সরকার পাড়া গ্রাম থেকে জেলহাস হক মুন্সি (৬০) কে ২৫০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়েছে। তার পিতার নাম মৃত কোরবান আলী। রৌমারী থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে মাদকবিরোধী এসব অভিযান পরিচালনা করে রৌমারী থানার পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন,মাদক সহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
সময় জার্নাল/এলআর