এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলার সদর উপজেলার কৃঞ্চ নগর ইউনিয়নের দরাফখালী প্রায় ১৩০ বছরের ঐতিহ্যবাহী ফকির বাড়ীর বাষিক ধর্মীয় ওরস মোবারক চলাকালে একই উপজেলার পাশ্ববর্তী হোগলাকান্দি গ্রামের কিছু উঠতি একদল উশৃঙ্খল যুবকের হামলায় ফকির বাড়ীর ১ জন জখম,একজন নারীকে লাঞ্ছনা করার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে ও লিখিত প্রাপ্ত অভিযোগে জানা গেছে, দরাফখালী গ্রামে দুদিন ব্যাপী ধর্মীয় ওরস শরীফ চলাকালে গত শনিবার রাতে (১৫ জানুয়ারী) পাশ্ববর্তী হোগলাকান্দি গ্রামের কিছু উঠতি একদল উশৃঙ্খল যুবক যথাক্রমে মোঃ আকাশ, নাছির ব্যাপারী,সিফাত মোল্লা,বাদশা মাতুব্বরসহ একদল যুবক উক্ত ধর্মীয় ওরস শরীফে আধিপত্য বিস্তার করে ধর্মীয় প্রোগ্রাম বন্ডুল করার জন্য হামলা করে। এ সময় তাদের কর্মকান্ডে বাধা দিলে স্বেচ্ছাসেবক ও ফকির বাড়ীর সদস্য মোঃ ফরিদুল ইসলাম কে কুপিয়ে আহত করে। এর পূর্বে উক্ত যুবকেরা ফকির বাড়ীর একাংশ ভাংচুর করে এবং একজন যুবতী নারীকে লাঞ্চনার অভিযোগ উঠেছে যুবকদের বিরুদ্ধে। এ সময় ঘটনাস্থলে চরম উত্তেজনা হয় আগত হাজার হাজার দর্শনার্থীদের মধ্যে। পরবর্তীতে শতবছরের চলা ধর্মীয় অনুষ্ঠান ভন্ডুল হয়ে যায়।
এ খবর লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যে কোন মুহুর্তে বড় ধরনের সংঘর্ষ বেধে যেতে পারে বলে জানা গেছে। স্থানীয়রা এলাকায় ও ফকির বাড়ীতে পুলিশ মোতায়ন দাবী করেছে।
এ বিষয়ে জানতে উক্ত ইউনিয়ন এর চেয়ারম্যান গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমি তাদের বাধা দিলে তাঁরা আমাকেও অপমান করে হামলা করে ধর্মীয় অনুষ্ঠানের মর্যাদা হানী করে ও এ সময় স্থানীয় একজন সাংবাদিককে মারতে এগিয়ে আসেন এবং হামলার খবর এর সত্যতা নিশ্চিত করেন প্রতিবেদককে।
অপর দিকে,অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা সকল অভিযোগ অস্বীকার করেন।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন,তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সময় জার্নাল/ইএইচ