নোবিপ্রবি প্রতিনিধি :
চলমান করোনা পরিস্থিতির কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবিতে) সশরীরে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ ২১ জানুয়ারি,২০২২ মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষাসমূহ ২১ জানুয়ারি ২০২২ থেকে ৬ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত বন্ধ থাকবে।তবে অনলাইনে ক্লাস সমূহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগীতায় অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সীমিত পরিসরে সকাল ৯.৩০ থেকে বেলা ১.৩০ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।জরুরি পরিসেবাসমূহ (বিদ্যুৎ, পানি,গ্যাস,ইন্টারনেট ইত্যাদি) যথারীতি অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, আজ বেলা ১২ টায় সারাদেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেন।
সময় জার্নাল/ইএইচ