আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি ২০তলা ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। হাসপাতালে ভর্তি করা হয়েছে ১২ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তার্দেও এলাকায় এ ঘটনা ঘটে। মুম্বাইয়ের গান্ধী হাসপাতালের বিপরীতে ২০তলা কমলা ভবনের ১৮তলায় আগুন লাগে।
মুম্বাইয়ের মেয়র কিশোরি পেড়নেকর জানান, আবাসিক ভবনটির ৬ জন বয়স্ক বাসিন্দার অক্সিজেন সহায়তার দরকার হচ্ছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আটকেপড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।
সময় জার্নাল/এসএ