বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পূর্ণিমা। বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেই। তিনি জানান, গত সপ্তাহে তার করোনার কিছু উপসর্গ দেখা দেয়। আর সে কারণে করোনা টেস্ট করান তিনি। আর তার ফল আজ শনিবার পজিটিভ এসেছে।
জানা গেছে, আপাতত বাসাতেই বিশ্রামে আছেন পূর্ণিমা। তার ঘনিষ্ঠজন জানায়, নায়িকার শারীরিক অবস্থা বেশ ভালো আছে।
এদিকে, পূর্ণিমা বর্তমানে ‘টফি স্টার সার্চ’ নামের ট্যালেন্ট হান্ট শোর বিচারক হিসেবে কাজ করছেন। কনটেন্ট ক্রিয়েটরদের নানান প্রতিভা বিকাশের সুযোগ দেওয়ার জন্য এটি আয়োজন করছে ‘টফি অ্যাপ’। সেখানে পূর্ণিমার সঙ্গে বিচারক হিসেবে আরও আছেন অভিনেতা তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।
সময় জার্নাল/এসএ