মোঃ ইমরান মাহমুদ, জামালপুর : জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাছানের লেখা ‘বেলা-অবেলার কথা’গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার ২৭শে মার্চ সকালে শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আনোয়ার হোসাইন, সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক রফিকুল বারী মামুন,সহকারী অধ্যাপক ড. সাদিকুর রহমান ইমন, সংস্কৃতিকর্মী কবি আলী জহির।
বিশ্ববিদ্যালয় ফিশারিজ বিভাগের শিক্ষার্থী মো. আল-ফাহাদ ও তাসলিমা আহমেদ কুয়াশার সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন - জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এড. ইউসূফ আলী, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহ জামাল, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহজালাল, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এসএম ইউসূফ আলী, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফরহাদ আলী,ফিশারিজ বিভাগের প্রভাষক সৈয়দ আরিফুল হক, ফিশারিজ বিভাগের শিক্ষার্থী ইরফান ফকির প্রমুখ।
বইটি দেশের শীর্ষ স্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান “আগামী প্রকাশনী” থেকে বইটি প্রকাশ করা হয়েছে। প্রচ্ছদ করছেন ধ্রুব এস।
বেলা-অবেলার কথা বইটি মূলত বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে লেখা হয়েছে। লেখকের জীবনের ভালো সময় এবং খারাপ সময় উভয়ই বলা হয়েছে। বিভিন্ন দেশের সৌন্দর্য, ইতিহাস এবং এসব দেশের মানুষের জীবন যাপন সম্পর্কে বলা হয়েছে। তরুণ ছাত্র সমাজের উদ্দ্যেশে বইটি লেখা যাতে তারা বইটি পড়ে অনেক কিছু শিখতে পারে, অজানা অনেক বিষয় সম্পর্কে জানতে পারে। নিঃসন্দেহে তরুন ছাত্রসমাজ বইটি পড়ে অনুপ্রাণিত হবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা।
সময় জার্নাল/এমআই