মাহবুবুল হক খান, দিনাজপুর: চট্টগ্রামে ৪ ছাত্রের হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলামের দিনাজপুর জেলা শাখা।
শনিবার (২৭ মার্চ) দুপুর ২টায় স্থানীয় ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণ থেকে জেলা শাখার আমীর আলহাজ মাওলানা মতিউর রহমান কাসেমী ও সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা সোহরাব হোসাইন’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এসময় বিক্ষোভ শেষে বক্তব্য দেন হেফাজতে ইসলাম জেলা শাখার আমীর আলহাজ মাওলানা মতিউর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা সোহরাব হোসাইন, হেফাজত নেতা মো রফিকুল্লাহ মাজোহেরী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে চিটাগাং এ ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে ৪ জন ছাত্রকে গুলি করে শহীদ করার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে হেফাজতে ইসলাম জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শহরের বিভিন্ন মসজিদ ইমাম-মোয়াজ্জেন ও মাদরাসা থেকে আগত শিক্ষক-ছাত্র অংশগ্রহণ করেন।
সময় জার্নাল/আরইউ